শিলচরে মূল্য বৃদ্ধির মিউজিয়াম খুলল যুব কংগ্রেস

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : রাজ্যজুড়ে মিঞা মিউজিয়াম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গোয়ালপাড়ার সেই মিউজিয়ামকে সিলও করেছে প্রশাসন। এবার শিলচরে দেখা গেল আরও এক মিউজিয়াম। কিন্তু শিলচরে সেই মিউজিয়াম মিঞা মিউজিয়ামের বিতর্কে এক ভিন্ন দিশায় বদলে দিল। সোমবার শিলচর ইন্দিরা ভবনে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে মূল্য বৃদ্ধির মিউজিয়াম করে বিভাজনের রাজনীতি থেকে দুরে সরে আসতে সরকারকে বার্তা দেওয়া হয়। মূল্য বৃদ্ধির মিউজিয়াম করে বর্তমানের বাস্তব চিত্র জনসমক্ষে তুলে ধরে যুব কংগ্রেস নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র একদিন মিউজিয়ামে ঠাঁই পাওয়ার মত হবে। মানুষ সেগুলো ক্রয় করার ক্ষমতা হারাবে। শুধু দেখবে, কিনতে পারবে না।

শিলচরে মূল্য বৃদ্ধির মিউজিয়াম খুলল যুব কংগ্রেস

আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে দেশ সহ গোটা রাজ্যের সাধারণ খেটে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষের পিঠ বর্তমানে দেওয়ালে এসে ঠেকেছে। এমতাবস্থায় রাজ্য সরকার ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উত্থাপন করেন। বেকারত্ব ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিকে আড়ালে রেখে বর্তমান বিজেপি সরকার গত আট বছর ধরে দেশ ও রাজ্যে মন্দির, মসজিদ ও মিঞা মিউজিয়ামের চর্চা চালিয়ে বর্তমানের বাস্তবিকতা থেকে জনগণকে দুরে রাখার প্রয়াস চালাচ্ছে। মিঞা মিউজিয়াম বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থেকে জনগণের সমস্যা নিরসনে এগিয়ে আসার জন্য সরকারকে আবেদন জানিয়েছেন তাঁরা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *