অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনের আবেদন জানানোর আশ্বাস বিমলেন্দু রায়ের

শিলচরে পোষণ মাস উপলক্ষে সচেতনতা কর্মসূচি

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : আরবান আইসিডিএস প্রজেক্ট, কাছাড়ের ব্যবস্থাপনায় শুক্রবার শিলচরে আয়োজিত হল জাতীয় পোষণ মাস হিসেবে সচেতনতা কর্মসূচি। সবল নারী, স্বাক্ষর শিশু, সুস্থ ভারত মূল মন্ত্রকে সামনে রেখে এদিন নাচে, গানে অনুষ্ঠান ভিন্ন মাত্রা পায়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়। অন্যান্যদের মধ্যে ছিলেন সিডিপিও শিলচর অঙ্কিতা পুরকায়স্থ, কাছাড়ের নির্বাচনী আধিকারিক নবনিতা হাজরিকা, শিলচরের বিধায়কের প্রতিনিধি অসীম ভট্টাচার্য, প্রাক্তন পুর সদস্য শ্যামল দাস ও মধুমিতা শর্মা প্রমুখ।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনের আবেদন জানানোর আশ্বাস বিমলেন্দু রায়ের

মুখ্য অতিথির ভাষণে বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনের আবেদন জানানোর আশ্বাস দেন। তিনি বলেন, শিশু-মায়েদের পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ। কর্মীদের পরিশ্রম অনেক বেশি, মাইনে অনেক কম। যদিও তাদের ভূমিকা ডাক্তারের মতো। আর তারা এ দায়িত্ব সামাজিক দায়বদ্ধতা থেকেই করে থাকেন।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কাঠামো পরিবর্তনের আবেদন জানানোর আশ্বাস বিমলেন্দু রায়ের

ব্লক কো-অর্ডিনেটর গোপাল দাসের পরিচালনায় এদিনের অনুষ্ঠানে বরণ পর্বের শেষে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন। স্বাগত বক্তব্য রাখেন সিডিপিও অঙ্কিতা পুরকায়স্থ। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কর্মী পিংকি দাসের রচিত এবং সুরারোপিত পোষণ মাস শীর্ষক সংগীত যথেষ্ট সমাদৃত হয়। এছাড়া ও অন্নপ্রাশন শীর্ষক কর্মসূচি ও উপস্থিত দর্শকদের নতুন স্বাদ পাইয়ে দেয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *