শিলচরে দু’দিন ব্যাপী গানমেলার আয়োজন সমকাল ও স্বরলিপি-র

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : বরাকের ঐতিহ্য ও সুস্থ সংস্কৃতির প্রচারের লক্ষ্যে এবছরও গানমেলা আয়োজন করছে সাংস্কৃতিক সংস্থা সমকাল এবং স্বরলিপি। জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গনে আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি ১১ তম গানমেলা অনুষ্ঠিত হবে। গানের মাধ্যমে চলতি বছরকে বিদায় এবং আগামী বছরকে বরণ করা হবে। এবারের সূচিতে উদ্বোধনের দিন রয়েছে শোভাযাত্রা। তারপর শিশুমেলা, সঙ্গীতানুষ্ঠান, কোরাস পরিবেশন, লোক অনুষ্ঠান, চুরুলিয়ার নিত্যানন্দ ক্ষ্যাপা বাউল সঙ্গীত পরিবেশন করবেন জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা। থাকবে স্বর্ণযুগের বাংলা আধুনিক গানও। এছাড়া মেলার আবহ তৈরি করতে থাকবে বিভিন্ন রকমারি স্টল, ভুরিভোজের ব্যবস্থা, সাথী হাত বাড়াও বস্ত্র বিতরণ। শনিবার সাংবাদিক সম্মেলনে এ কথাগুলো জানান গানমেলা কমিটির সভাপতি শিবব্রত দত্ত, আহ্বায়ক গোরা চক্রবর্তী ও অরুন্ধতী দত্তরায়। এ দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্য কর্মকরতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাখী ভট্টচার্য, সংযুক্তা দত্তরায়, পাঞ্চালী দত্ত, ভাস্কর দাস ও বাপি রায়।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *