শিক্ষা প্রসার নিয়ে আমসু-র সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : ‘ঘরে ঘরে শিক্ষা তবে হে রক্ষা’ রাজ্যব্যাপী অভিযানের অঙ্গ হিসাবে সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু) করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় ভাঙ্গা গুরুচরণ কলেজে। রবিবার আমসুর  জেলা কমিটির সভাপতি আসাদ উদ্দিন লস্করের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় কমিটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার উদ্যেশ্য ব্যাখ্যা করেন জেলা সাধারণ সন্পাদক ইকবাল হোসেন। তিনি সীমান্ত জেলা করিমগঞ্জের সংখ্যালঘু প্রতিটি পরিবারের শিক্ষার সচেতনতা নিয়ে আলোকপাত করেন। মূখ্য অতিথি গৌহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী আব্দুস সবুর তাপাদার বক্তব্যে আমসুর জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করে। তিনি আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম ও তাদের পরিচালিত কমিটির প্রত্যক সদস্য কে সামাজ ও দেশের জাগ্রত সৈনিক বলে উল্লেখ করেন।

শিক্ষা প্রসার নিয়ে আমসু-র সভা ও সংবর্ধনা অনুষ্ঠান

আমসুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্নাতুল ইসলাম বলেন, সমাজে থাকা কুপ্রভাব গুলো প্রতিহত করে সুষ্ঠ বাতাবরণ সৃষ্টি করা তাদের মূল লক্ষ্য। শিক্ষাই কুসংস্কার থেকে মানুষকে রক্ষা করতে পারে। প্রতিটি ঘরে ঘরে যাতে শিক্ষার আলো পৌঁছাতে পারে সে কথা মাথায় রেখে কাজ করে যাচ্ছেন বলে জানান। এদিনের সভায় আমসুর জেলা কমিটির পক্ষ থেকে বদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রাক্তন সভাপতি  সাংবাদিক মাহতাবুর রহমানকে উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। অনুরূপভাবে বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদারকে ও উত্তরীয় সহ মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষক এমাদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির আইনি উপদেষ্টা মোস্তফা খাদ্দাম হোসেন, কেন্দ্রীয় কমিটির উপ সভাপতি আইনজীবী হিফজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির তথ্য ও জনসংযোগ সম্পাদক আমিনুর রহমান, আলতাফ হোসেন, প্রমুখ। সহযোগিতায় ছিলেন ভাঙ্গা আঞ্চলিক আমসুর সভাপতি ইমদাদুর রহমান, জমির উদ্দিন, লোকমান হোসেন, কপিল আহমদ, সহিদ আহমদ পাঠিকর, লুকমান হোসেন, মুজিবুর রহমান ও আতাবুর রহমান।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *