শহিদ দিবসে খাবার বিতরণ লায়ন্স শিলচর ভ্যালির

বরাক তরঙ্গ, ২১ ফেব্রুয়ারি : ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি বিশ্বের সব ভাষা আন্দোলনের সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এই উপলক্ষে শিলচর রেলওয়ে স্টেশনে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে এবং একটি বার্তা সকলের কাছে প্রেরন করা হয় যে নিজের ভাষাকে গর্বের সঙ্গে সম্মান করতে এবং একজন মানুষ হিসেবে আমাদের অবশ্যই অন্যান্য ভাষাকেও সম্মান করতে হবে। শ্রদ্ধা জানানোর পর সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সম্পাদক সঞ্জীব রায় কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান, যাতে সব ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ‘ভাষা শহিদ স্টেশন শিলচর’ করার দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করতে। অনুষ্ঠানটি স্মরণীয় করে রাখতে সেখানে ৫০ জন দরিদ্র লোকের মধ্যে খাবার বিতরন করা হয়েছে। সেসব লায়ন ডাঃ দীপাঞ্জন দেব স্পনসর করেছেন। উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন প্রকল্পের চেয়ারপারসন সুমিতা ভট্টাচার্য, শঙ্কর ভট্টাচার্য, চন্দ্রাবতী রায়, কনকেশ্বর ভট্টাচার্য, কৌশিকী পদ ভট্টাচার্য এবং জুবায়ের ইনাম।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *