শনবিলের মঙ্গলপুরে বন্যাক্রান্তদের মধ্যে মধ্যাহ্ন ভোজন পরিবেশন সেবাদীপ ফাউন্ডেশনের

বরাক তরঙ্গ, ৩০ জুন : সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার শনবিলের মঙ্গলপুর গ্ৰামের বন্যাক্রান্ত লোকেদের মধ্যে মধ্যাহ্ন ভোজন পরিবেশন করা হয়। এই উপলক্ষে বৃহস্পতিবার সেবাদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সঞ্জয় দে-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাইলাকান্দি শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল শনবিলের মঙ্গলপুর গ্ৰামের বন্যাক্রান্ত বানভাসি লোকেদের খোঁজখবর নেন এবং মঙ্গলপুর এলপি স্কুলে তাদের মধ্যে মধ্যাহ্ন ভোজন পরিবেশন করা হয়। এই মধ্যাহ্ন ভোজনে তাদের মধ্যে ভাত, তরকারি, সব্জি, আলুভাজি, সোয়াবিন ইত্যাদি পরিবেশন করা হয়।

এরপর এক সাংবাদিক সম্মেলনে সেবাদীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দেবাবু জানান, এই প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যাক্রান্ত বানভাসী লোকেদের মধ্যে সামান্য হাঁসি ফুটানোর জন্য সেবাদীপ ফাউন্ডেশনের কর্মকর্তারা নিজেদের পকেটের টাকা দিয়ে বন্যাক্রান্ত লোকেদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। তিনি এই মহৎ কাজে সহযোগিতা করার জন্য ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, শনবিলের মঙ্গলপুর গ্ৰামের বন্যাক্রান্ত বানভাসী লোকেদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারায় তিনি গর্বিত। ভোজন পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বাচ্ছু শর্মা, সহ-সভাপতি মানিক দেবনাথ, সহ-সম্পাদক নিতাই দেবনাথ, বাপ্পী দেবনাথ, সানু দাস, সজল দেবনাথ প্রমুখ।
প্রতিবেদক : সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *