শতাংশের নিরিখে মাধ্যমিকে সর্বোচ্চ স্থানে হাইলাকান্দি

বরাক তরঙ্গ, ৮ জুন : অসম মাধ্যমিক পরীক্ষার  ফলাফল নিয়ে শিক্ষার্থী মহলে নিরাশা থাকলেও বরাক উপত্যকার তিন জেলার মধ্যে  হাইলাকান্দি জেলার ফলাফল কিছুটা ভাল। পাশের হার ৪৮. ৮৯ শতাংশ। এবছর  মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থীর ছিল ৭৮১২ জন। প্রথম বিভাগে ৯৩২ জন, দ্বিতীয় বিভাগে ১৮৯৩ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৯৪ জন পরীক্ষার্থী।  জেলায় মোট  উত্তীর্ণ হয়েছে ৩৮১৯ জন পরীক্ষার্থী। 

শতাংশের নিরিখে মাধ্যমিকে সর্বোচ্চ স্থানে হাইলাকান্দি

অন্যদিকে, অসম হাই মাদ্রাসা (এএইচএম) পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। এই পরীক্ষায় হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৭৯ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২৫ জন, দ্বিতীয় বিভাগে ৫৬ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৬৬ জন।  মোট উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। পাশের হার ৫২.৩৩ শতাংশ। এবছর ও জেলায় সরকারি বিদ্যালয়ের ফলাফল নিরাশাজনক হয়েছে বেসরকারি বিদ্যালয় গুলো থেকে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *