লায়লাপুরে ওয়াটার ট্যাঙ্ক বসালো সিআরপিএফ

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : অসম – মিজোরাম সীমান্তের লায়লাপুরে জনগণের সুবিধার্থে পানীয় জলের ট্যাঙ্ক বসালো সিআরপিএফ শিলচর কাশীপুর সিআরপিএফ ১৪৭ ব্যাটালিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্ৰামের অধীনে ট্যাঙ্কের ফিতা কেটে উদ্বোধন করা হয় বুধবার। ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে নির্মিত ওই পানীয় জলের ট্যাংকের উদ্বোধন করেন সিআরপিএফের ইন্সপেক্টর জেনারেল বিক্রম সাহগল। তিনি জানান, অসম মিজোরাম সীমান্তের উভয়পাশে বসবাসকারী জনসাধারণ এবং পথচারীদের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজন মেটাতে সিআরপিএফ এই উদ্যোগ। এছাড়াও তিনি জানান, সিআরপিএফ সিভিক একশন প্রোগ্রামের অধীনে বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করে থাকে। ইতিমধ্যে  হাওয়াইথাংয়ে সিভিক একশন প্রোগ্রামের অধীনে হাওয়াইথাং হাইস্কুল মাঠে একটি ফুটবল প্রতিযোগিতা এবং অসম মিজোরাম সীমান্তে  দুইটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা সহ সিআরপিএফ রাস্তার পাশে দুইটি যাত্রী অপেক্ষা ঘর নির্মাণ করা হয়েছে। সীমান্তের উভয় পাশের মানুষের মধ্যে শতাধিক পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয়েছে সিআরপিএফের পক্ষ থেকে।

লায়লাপুরে ওয়াটার ট্যাঙ্ক বসালো সিআরপিএফ

এদিন সিআরপিএফ ১৪৭ ব্যাটালিয়ানের কমান্ডেন্ট দেবাশিস বিশ্বাস সহ উচ্চপদস্থ আধিকারিক এবং মিজোরামের ভাইরেংটির জয়েন্ট ওয়াইএমএ সভাপতি জালওয়াতা, চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি দিলীপকুমার রায়, কর্মায়ন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি কুটন দে, সম্পাদক বিবেকানন্দ দাস, রিন্টু চাকমা, বিভাস আচার্য বেইজ স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক  দিলবাগ হোসেন লস্কর প্রমূখ উপস্থিত ছিলেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *