লাচিত সেনার হাতে হেনস্তা, লখিমপুরে কাজ ছেড়ে এলেন করিমগঞ্জের ঠিকাদার

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : লাচিত সেনার হাতে হেনস্তার শিকার হয়ে কাজ ছেড়ে চলে এলেন টাটা কোম্পানির অধীন ট্রান্সমিশন প্রকল্পের ঠিকাদার। শনিবার শিলচর পেনশনার্স ভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ঠিকাদার মুরাদ হোসেন তালুকদার। নর্থ লখিমপুর জেলায় গিয়েছিলেন করিমগঞ্জ জেলার বাসিন্দা মুরাদ হোসেন তালুকদার। কিন্তু শুধু অসমিয়া ভাষায় কথা না বলার অপরাধে তাকে স্থানীয় লাচিত সেনা সদস্যদের রোষের মুখে পড়তে হয়েছে এবং হেনস্থা করা হয়। যদিও স্থানীয়দের সহায়তায় সমস্যাটি মিটমাট করা হয় কিন্তু এই তিক্ত অভিজ্ঞতায় তিনি কাজ চালিয়ে যাবার আগ্রহ হারিয়ে তার সঙ্গের শ্রমিক সহ বরাকে ফিরে আসেন।

তিনি বলেন, বরাকের বলার মাত্র হেনস্তার মুখে পড়তে হয়। অনেকে ব্যবসা বা জীবিকার খাতিরে মুখ খুলেন না। তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি একই রাজ্যের বাসিন্দা হয়েও বরাকের ছেলে মেয়েরা ব্রহ্মপুত্র উপত্যাকায় গিয়ে কাজ করতে না পারেন তাহলে বরাককে পৃথক করে দেওয়া হোক। এদিন সাংবাদিক সম্মেলনে বিডিএফ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মুরাদ বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট গত দু’বছর ধরে এই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। তাই তিনি এই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বরাকের জনগনকে বিশেষ করে যুব সম্প্রদায়কে বিডিএফ এ যোগ দিতে আহ্বান জানান।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *