লরি থেকে গাঁজা উদ্ধার চুড়াইবাড়ি পুলিশের, আটক চালক

বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়িতে  ফের ধরা পড়লো বিপুল পরিমান গাঁজা। রবিবার মাঝ রাতে চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ কর্মীরাদের রু‌টিন তল্লা‌শি‌তে এ সাফল‌্য আ‌সে। ত্রিপুরার আগরতলা থে‌কে এনএল ০১এল- ৫৩০২ নম্বরের লরিটি অসমের প্রবেশদ্বার চুড়াইবা‌ড়ি‌তে পৌছা‌লে কর্তব্যরত পুলিশকর্মীরা লরিতে তল্লাশি চালায়। এতে উক্ত লরির ভিতর থেকে খাদ‌্য সামগ্রীর আড়া‌লে বি‌ভিন্ন কার্টু‌নের ভিতর থেকে গাঁজাগু‌লো উদ্ধার হয়। এ‌তে মোট উনিশ প্যাকেটে দেড়’শ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। আটক করা হয় লরি চালক লিটন মিয়া‌কেও। তার বা‌ড়ি ত্রিপুরায়। পুলিশ জানায় উদ্ধারকৃত গাঁজাগু‌লোর বাজার মূল্য আনুমানিক পনেরো লক্ষ টাকার মত হ‌বে।

পুলিশের জেরায় ধৃত চালক জানায়, গাঁজাগু‌লো উত্তর ত্রিপুরার পানিসাগর থেকে সংগ্রহ ক‌রে করিমগঞ্জ পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। এই পাচার চ‌ক্রের নেপ‌থ্যে এক‌টি বড়সড় চক্র জ‌ড়িত বলে চালক জানায়। তারাই তা‌কে টাকার টোপ দি‌য়ে নিয়ন্ত্রণ কর‌ছিল। ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় এক‌টি মামলা হা‌তে নি‌য়ে‌ছে পুলিশ। গাঁজা ও ল‌রি‌টি বর্তমা‌নে পু‌লি‌শের জিম্মায় র‌য়ে‌ছে। এ‌দি‌কে বাজারিছড়া পুলিশ সোমবার ধৃত চালক‌কে করিমগঞ্জ জেলা আদাল‌তে সোপর্দ করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজ‌তে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *