রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার, পালালো পাচারকারী

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ত্রিপুরা পুলিশ নেশা বিরোধী অভিযানে যতই তীব্র করে তুলছে ততই নেশা কারবারীরা নিত্যনতুন ফর্মুলায় অবলম্বন করছে। এবার নতুন কায়দায় ত্রিপুরা রাজ্য থেকে বহিঃ রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো গাঁজা। তবে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। সড়ক পথে নয় রেল পথ দিয়ে পাচার করতে গিয়ে ধরা পাড়ে ১৫ কেজি গাঁজা। প্রাপ্ত খবরে জানা গেছে  রবিবার গোপন সূত্রে পাওয়া খবরে উপর ভিত্তি করে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট সহ ডিআইবি কর্মীরা সাদা পোশাকে তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিযান নেমে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার, পালালো পাচারকারী

এদিন তেলিয়ামুড়া ডিআইবি এবং তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের কর্তব্যরত পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থেকে দুই যুবক স্কুলব্যাগে গাঁজা বোঝাই করে করে বহিঃ রাজ্য উদ্দেশ্যে যাত্রা করবে দুইজন যুবক তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে। এ খবর পেয়ে তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং ডিআইবি পুলিশকর্মীরা সাদা পোশাকে তেলিয়ামুড়া রেলস্টেশনে অভিযান চালায়। পুলিশের অভিযান আচ করতে পেরে দুই যুবক গাঁজা ভর্তি ব্যাগ তিনটি ফেলে চম্পট দে। ফেলে রাখা ব্যাগ দুটি প্রত্যক্ষ করে এবং পুলিশকর্মীরা ফেলে রাখা ব্যাগে তল্লাশি চালালে বেরিয়ে আসে ১৫ প্যাকেট গাাঁজা। তারা দুটি ব্যাগ থেকে ১৫ কেজি উদ্ধার করে। 

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *