রেলওয়ে প্লাটফর্ম নির্মাণ চলা অবস্থায় শেড ভেঙে গুরুতর আহত আট শ্রমিক

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : নির্মাণকাজ চলাকালীন রেলওয়ে প্লাটফর্মের একটি শেড ভেঙে আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনাটি সংঘটিত হয় বঙ্গাইগাঁও রেল স্টেশনে। নির্মাণকারী প্রতিষ্ঠানের নিম্নমানের কাজে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।

রেলওয়ে প্লাটফর্ম নির্মাণ চলা অবস্থায় শেড ভেঙে গুরুতর আহত আট শ্রমিক

জানা যায়, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শেডটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় আট শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকরা হলেন- মরিগাঁওয়ের যতীন বরদলৈ (২৩) ও বিফুল বরদলৈ (২৩), রাখালডুবি, বনগাঁওর বেনু রায় (৪৫),  বিজনির গোপাল বর্মণ (৪৫), চিরাং ছাতিপুরের মনোরঞ্জন বর্মণ (৫০), ধুবড়ির বলবীর সিং (৪৭),  দিগন্ত চৌধুরী (২৫) এবং রতন রায়।

এ দিকে, শ্রমিক বলবীর সিং এবং দিগন্ত চৌধুরীকে গুরুতর অবস্থায় বনগাঁওয়ের নিম্ন আসাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি আহতদের বনগাঁও সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রেলওয়ে প্লাটফর্ম নির্মাণ চলা অবস্থায় শেড ভেঙে গুরুতর আহত আট শ্রমিক

বনগাঁওয়ে ২ নং প্ল্যাটফর্ম নির্মাণের জন্য গুয়াহাটির ত্রিবেণী কনস্ট্রাকশনকে ঠিকাদার দেওয়া হয়েছিল। নিম্নমানের কাজের দরুন এ ঘটনা ঘটে। তবে রেল দফতরের তরফে দুর্ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *