রাত থেকে ক্রমশ বাড়ছে বরাকের জল

বরাক তরঙ্গ, ৩ জুলাই : দীর্ঘ ১৩ দিন পর শুক্রবার বিকেল ৩ টায় বরাক নদীর জলস্তর বিপদসীমার নীচে আসে। কিন্তু একদিন যেতে না যেতেই ফের ফুঁসছে বরাক। বাড়ছে নদীর জলস্তর। শনিবার রাত দু’টা থেকে ক্রমশ জল বাড়ছে নদীর। রাত একটা থেকে দুটো অবদি এক ঘন্টায় ছয় সেন্টিমিটার জল বৃদ্ধি পায়। এরপর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জলস্তর ৪২ সেন্টিমিটার বেড়েছে। শেষ এক ঘন্টায় এক সেন্টিমিটার বাড়ে জল। সন্ধ্যা ছয়টায় জলস্তর দাঁড়িয়েছে ১৯.৭৭ সেন্টিমিটার।

রাত থেকে ক্রমশ বাড়ছে বরাকের জল

এ দিকে অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তরের বিপদসীমা হল ১৯.৮৩ সেন্টিমিটার। বিপদসীমার পাশাপাশি চলে আসছে ফের। সাধারণ মানুষ এতে ফের বন্যা আতঙ্কে ভুগছেন। সাধারণ মানুষ মনে করছেন মণিপুরে ভারী বৃষ্টির দরুন বরাকে জল বাড়ছে। উল্লেখ্য, গত ১৮ জুন শনিবার সকাল ১১ টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের জল দ্বিতীয়বার বিপদসীমা অতিক্রম করেছিল এ বছর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *