রবিবার ঈদ মিলনোৎসবে আসছেন বাংলাদেশের দুই শিল্পী কালা মিয়া ও ইকবাল সাঁই

বরাক তরঙ্গ, ৭ মে : ঈদ মিলনোৎসব আয়োজন করতে যাচ্ছে শিলচরের ঐতিহ্যবাহী সংস্থা ঈদ সম্মিলনী উদযাপন কমিটি।  রবিবার সন্ধ্যা ৬টায় শিলচর বঙ্গ ভবনের শেফালিকা স্মৃতি প্রেক্ষাগৃহে বসবে এবারের  ঈদ মিলনোৎসব সন্ধ্যার আসর। এর উদ্বোধন করবেন কাছাড়ের জেলা শাষক কীর্তি জল্লি। এই আসরে এবারে গান পরিবেশন করবেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতশিল্পী বাউল কালা মিয়া ও বহুল পরিচিত মাটির গানের শিল্পী ইকবাল সাঁই।  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন কাছাড়ের জেলা শাষক কীর্তি জল্লি ।  অনুষ্ঠানের প্রথম পর্ব ‘পরশমণি’ -তে থাকছে পবিত্র কোরান পাঠ, হামদ ও নাতে রসুল। কোরান পাঠ করবেন শিলচর মেডিক্যাল কলেজের ছাত্র হাফিজ মহসিন আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী ছাড়াও গান পরিবেশন করবেন বরাকের সুনামধন্য শিল্পীরা। এরমধ্যে অনুষ্ঠানের উদ্বোধনীতে সঙ্গীত পরিবেশন করবেন মৌসিকা কয়েস লস্কর। পরে একে একে গান পরিবেশন করবেন শিল্পী বিধান লস্কর, তাহেরা লস্কর, মঞ্জুশ্রী দাস সহ অনেকে। তবে গানের আগে ঈদ সম্মিলনীর পরম্পরাগত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে গুণীজনদের সংবর্ধিত করা হবে। এবারের বাছাইকৃত তালিকায় রয়েছেন বরাকের বহুল পরিচিত গল্পকার ও কথা সাহিত্যিক ঝুমুর পাণ্ডে বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক শিহাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বরাকের সাংসদ, বিধায়করাও উপস্থিত থাকবেন।  মিলনোৎসবে প্রবেশ অবাধ। এই মিলনোৎসবকে সুন্দর ও স্বার্থক করে তুলতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *