মৈরাঙ দিবসে বাইক র‍্যালি, ইম্ফলে দুই কমিটির বৈঠক

বরাক তরঙ্গ, ২৮ মার্চ : আগামী ১৪ এপ্রিল মৈরাঙে নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর ঐতিহাসিক মৈরাঙ বিজয়কে স্মরণ করতে ‘মৈরাঙ দিবস’ পালনের উদ্দেশে শিলচর – মৈরাঙ – শিলচর বাইক র‍্যালির আয়োজনের লক্ষ্যকে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড় এর পক্ষ থেকে জোরদার তৎপরতা চালানো হচ্ছে। গত ২৩ মাৰ্চ মণিপুরের ইম্ফলে সর্বভারতীয় নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন কমিটির সহ-সভাপতি ড. অজয় রায়, কাছাড় জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে ভবতোষ চক্রবর্তী ও হিল্লোল ভট্টাচার্য অল মণিপুর নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং সংবাদ মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। এরপর মৈরাঙের আইএনএ কমপ্লেক্সে উপস্থিত হয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় আধিকারিক ও বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। পরবর্তীতে ২৬ মার্চ কাছাড় জেলা সমিতির সহ সম্পাদক রাহুল রায়, ভবতোষ চক্রবর্তী ও হিল্লোল ভট্টাচার্য জিরিবামে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করে বাইক র‍্যালি আয়োজনে তাঁদের উপস্থিতি, যোগদান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সেদিন বিকেলে ফুলেরতলে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতির লক্ষীপুর আঞ্চলিক সমিতির সহ সভাপতি অসীম পাল, সম্পাদক সপ্তম মালাকার সহ সদস্যদের সাথে আলোচনা করে সেখানেও ১৫ এপ্ৰিল বাইক আরোহীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সমিতির উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি সহ নানা ধরনের কার্যসূচি পালন করে জনসাধারণের মধ্যে এই বিশাল অনুষ্ঠানের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সমিতির সম্পাদক সুব্রতচন্দ্র নাথ বলেন, আগামী ১৩ এপ্ৰিল শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ভোর ৬ টায় বাইক র‍্যালির সূচনা হবে এবং সেদিন বাইক আরোহীরা ইম্ফলে পৌঁছে রাতযাপন করে পরদিন সকালে সেখান থেকে স্থানীয়দের সঙ্গে একসঙ্গে মৈরাঙের উদ্দেশ্যে রওনা হবেন। মৈরাঙের আইএনএ কমপ্লেক্সে সেদিন নেতাজী মূর্তিতে মাল্যদান করা ছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হবে। আলোচনা সভায় মূখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় কমিটির অন্যতম সহ-সভাপতি বিশ্ববসু দাস। তিনি ভুবনেশ্বর থেকে সরাসরি এসে অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়াও সর্ব ভারতীয় কমিটির সাধারণ সম্পাদক ভারতী মুখার্জি, অল আসাম কমিটির পক্ষ থেকে জিতেন্দ্র চলিয়া সহ কাছাড় জেলা সমিতির কর্মকর্তা ও অল মণিপুর উদযাপন কমিটির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক সহ অনান্য বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। সেদিনের অনুষ্ঠান শেষে পরদিন সকালে বাইক আরোহীরা শিলচরের উদ্দেশ্যে রওনা হয়ে বিকেল চারটে নাগাদ রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি সামনে পৌঁছে মূর্তিতে মাল্যদান করবেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *