মেডিক্যালে ওয়েটিং সেড উদ্বোধন ও সোনাবাড়িঘাটে অ্যাসেম্বলি পয়েন্ট কাজের শিলান্যাস সোনাই বিধায়কের

বরাক তরঙ্গ, ২২ অক্টোবর : শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশ্রাম ঘর উদঘাটন করলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)। উন্নয়ন তহবিল থেকে ৮ লক্ষ টাকা বরাদ্দে নির্মিত অপেক্ষা ঘরের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডাঃ বাবুলকুমার বেজবরুয়া, উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, হাসপাতাল সুপার ডাঃ অভিজিৎ স্বামী।
   

মেডিক্যালে ওয়েটিং সেড উদ্বোধন ও সোনাবাড়িঘাটে অ্যাসেম্বলি পয়েন্ট কাজের শিলান্যাস সোনাই বিধায়কের

এদিকে, এদিন বিকেলে সোনাবাড়িঘাট প্রয়াত জননেতা ময়ীনুল হক চৌধুরীর কবরস্থান সংলগ্ন অ্যাসেম্বলি পয়েন্টের কাজের শিলান্যাস করেন বিধায়ক। এলাকা উন্নয়ন তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা বরাদ্দে এই কাজের সূচনা হয়। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মস্তর আলি লস্কর, নিজাম উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান চৌধুরী, ফয়জুর রহমান মজুমদার, সোনাই এআইইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, যুব শাখার সভাপতি জাকির হোসেন লস্কর, যুব ইউডিএফের কেন্দ্রীয় সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার প্রমুখ।
প্রতিবেদক : বাপন লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *