মাস্ক তুলে নিচ্ছে ইংল্যান্ড

২০ জানুয়ারি : ইংল্যান্ডে আর থাকছে না মাস্ক পরা বাধ্যতামূলক।   আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে যাচ্ছে এ নিয়ম। এছাড়া বাড়ি থেকে কাজ করার নির্দেশনাও বাতিল করা হয়েছে। বুধবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন। বৃটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন ঢেউ সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীরা। এ কারণে কোভিড কড়াকড়ি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনসন জানান, বৃটেনের ৬০ বছরের বেশি বয়স্ক ৯০ শতাংশ মানুষই কোভিডের বুস্টার ডোজ গ্রহণ করেছেন। এমন প্রেক্ষিতে আগামী ২৬ জানুয়ারি থেকে বাধ্যতামূলক মাস্ক, ওয়ার্ক ফ্রম হোম বা ঘরে বসে কাজ এবং কোভিড পাসপোর্টের নিয়ম তুলে নেওয়া হচ্ছে। এছাড়া ২৭ জানুয়ারি থেকে ক্লাস রুম ও গণ পরিবহনে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। তবে ভিড়ের মধ্যে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। এখনো কোভিড আক্রান্ত হলে তাকে বাধ্যতামূলকভাবে আইসোলেশনে থাকার নিয়ম জারি রয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *