মাস্ক ছাড়া কাছাড়ের দোকান বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : কাছাড়ের জেলাশাসক তথা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান জেলার সব ধরনের দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদিতে মাস্ক  ছাড়া কাস্টমার এবং নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। মঙ্গলবার রাতে শিলচরে জারি করা এক আদেশে সব ধরনের দোকান (বড়, মাঝারি, ক্ষুদ্র) ব্যাঙ্ক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদেরকে তাদের ক্রয়-বিক্রয়ের সময় কাস্টমার এবং নাগরিকদেরকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে বলেছেন। মাস্ক ছাড়া কোন কাস্টমার এবং নাগরিকদের কাছে কোন ধরনের জিনিসপত্র বিক্রয় করতে দোকানিদের প্রতি কঠোর আদেশ জারি করা হয়েছে। জেলায় কোভিডের প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে তা থেকে জনসাধারণকে রক্ষা করতে এই আদেশ জারি করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে। এতে সব ধরনের দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তাদের গ্রাহক আসার সময় ভ্যাকসিন সার্টিফিকেট পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদেরকে নিকটবর্তী ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দিতেও নির্দেশে বলা হয়েছে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *