মাল্টিমডেল লজিস্টিক পার্ক : সাংসদের স্পষ্টীকরণ চাইল বিডিএফ

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : বরাকে প্রস্তাবিত মাল্টিমডেল লজিস্টিক পার্কের ব্যাপারে রাজ্যসভায় সুস্মিতা দেবের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী যে তালিকা দিয়েছেন তাতে শিলচরের নামোল্লেখ নেই। অথচ কিছুদিন আগে শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায় বলেছিলেন শিলচরের পার্কের ডিপিআর তৈরির বরাত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এই পরস্পরবিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে অবিলম্বে সাংসদকে স্পষ্টীকরণ দেওয়ার দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন, অসমে এই প্রকল্পটির জন্য ২০১৪ সালে প্রথম শিলচরকেই বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তারপর কোন অজ্ঞাত এবং রহস্যময় কারণে শিলচরকে উহ্য রেখে ব্রহ্মপুত্র উপত্যাকার যোগীঘোপায় এই প্রকল্পটি আবার ঘোষিত হয়। অথচ এই প্রকল্পের যা উদ্দেশ্য অর্থাৎ আন্তর্জাতিক বানিজ্যের সম্প্রসারণ তাতে ভৌগলিক অবস্থানের দিক দিয়ে শিলচরের সুবিধা কোনভাবেই যোগীঘোপা থেকে কম নয়। পার্থ বাবু বলেন, যোগীঘোপাতে এই পার্ক তৈরি হচ্ছে বলে বিডিএফ সরকারকে সাধুবাদ জানাচ্ছে কিন্তু শিলচরের ব্যাপারটি নিয়ে কেন এসব ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে তা নিয়ে তাঁরা ক্ষুব্ধ। যোগীঘোপাতে এই প্রকল্পের কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গেছে। ২০২২ সালের ৩১ জুন কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অথচ শিলচরের ক্ষেত্রে বিভিন্ন অজুহাত দেখিয়ে এখন অব্দি কাজ শুরুই করা হয়নি। এটাকে বৈষম্য ছাড়া কি বলা যায় এমন প্রশ্ন তুলেন তিনি।

ফ্রন্টের মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, আমরা আশ্চর্য হলাম যে নীতিন গাড়কারি যে তালিকা পেশ করেছেন তাতে শিলচরের উল্লেখ নেই অথচ সাংসদ রায় বারবার এই প্রকল্পের ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই আমরা অবিলম্বে সাংসদের স্পষ্টীকরণ দাবি করছি। শিলচরে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকারের কাছে জোরালো দাবি জানান। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *