মাফিয়া প্রধানকে ৬০ বছরের জেল মেক্সিকোর আদালতের

১৬ জানুয়ারি : ষাট বছরের জেল হল
মেক্সিকোর সবচেয়ে বড় মাফিয়ার। দেশটির আদালত হোসে এন্তোনিও ইয়েপেজের বিরুদ্ধে এক শুনানিতে  এই সাজা ঘোষণা করে। তার বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় পেট্রোলিয়াম মজুদাগার থেকে বড় পর্যায়ের চুরির অভিযোগ ছিল। এছাড়া মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাহুয়াতো প্রদেশে বিভিন্ন সহিংসতার পেছনে দায়ী ছিলেন তিনি। ২০২০ সালে তাকে গ্রেফতার করা হয়। নিজ দেশে সান্তা রোজা দে লিমা মাদক গ্যাংয়ের প্রধান এল মারো নামে পরিচিত ছিলেন ইয়েপেজ। এই গ্যাং মূলত গুয়ানাহুয়াতো প্রদেশে সক্রিয়। সেখানকার আরেক গ্যাং জালিসকো নিউ জেনারেশনের সঙ্গে নিয়মিত যুদ্ধ চলে ইয়েপেজের গ্যাংয়ের। প্রদেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, ইয়েপেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগের সত্যতা পেয়েছে আদালত। দেশটির প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডরের অধীনে গ্রেফতার হওয়া সবথেকে বড় মাদক মাফিয়া এই ইয়েপেজই। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মেক্সিকো থেকে সহিংসতা দূর করবেন। একইসঙ্গে রাষ্ট্রীয় তেল মজুদাগার থেকে তেল চুরি বন্ধেও কঠিন পদক্ষেপ নেবেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *