মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কর্মকাণ্ড দেখে অবাক! কি করলেন

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কর্মকাণ্ড দেখে সাধারণ মানুষ অবাক হয়ে যান। নিজের নেই কোন খেয়াল অথচ বৃহত্তর সমাজের চিন্তা মাথায়। ওই ব্যক্তি মাটি মাথায় করে এনে সড়কের গর্ত ভরাট করতে দেখা যায়। করিমগঞ্জ শহরে সড়কের গর্ত ভরাটে হাত দেন।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কর্মকাণ্ড দেখে অবাক! কি করলেন

করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট  থেকে সুতারকান্দি আন্তর্জাতিক বন্দর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়ক পথের মেরামতের দায়িত্ব পেয়েছিল তুসনিয়াল অ্যান্ড ফার্মা নামের এক প্রতিষ্ঠান। এর জন্য চৌদ্দ কোটি টাকা বরাদ্দ হয়। কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে মাঝে মাঝে সৃষ্টি হয় গর্ত। এরপর সড়কের গর্তগুলো দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ উদাসীন। সড়কের এই বেহাল অবস্থা দেখে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গর্ত ভরাটে হাত লাগান। এক পথচারী ভবঘুরে ব্যক্তির কাজ দেখে বলেন, ‘আমাদের সভ্য সমাজের প্রতি লজ্জার ঘটনা। আমরা প্রতিদিন নিজের স্বার্থে চলি।’ তিনি এও বলেন, যারা সমাজসেবক হিসেবে জোর গলায় দাবি করে থাকেন সত্যি তাদের লজ্জায় ফেলে দেবে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *