মানবাধিকার কর্মী সাদিক মহম্মদ লস্করকে সম্মাননা প্রদান লায়ন্স  শিলচর ভ্যালির

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালির উদ্যোগে  পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। শনিবার টাউন হাইস্কুল শিলচরে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে শিলচর ভ্যালি। এতে উপস্থিত ছিলেন শতাধিক ছাত্র, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা।সভায় পৌরোহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন শুক্লবৈদ্য এবং প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক সাদিক মোহাম্মদ লস্কর। তিনি তার অত্যন্ত প্রভাবশালী এবং তথ্যপূর্ণ বক্তৃতায় মানবাধিকারের বিভিন্ন দিক এবং মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন উদাহরণ পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্থাপন করেছেন। নিজের বক্তব্যে প্রধান শিক্ষক, বর্তমানে শিক্ষকরা যে বিভিন্ন হয়রানির মুখোমুখি হচ্ছেন, তার উপর জোর দিয়েছিলেন এবং তিনি লায়নস ক্লাব এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলিকে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে আসতে আহ্বান জানান। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ছাত্রদের সর্বদা নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বান জানান।

মানবাধিকার কর্মী সাদিক মহম্মদ লস্করকে সম্মাননা প্রদান লায়ন্স  শিলচর ভ্যালির

সঞ্চালনা করেন ক্লাব ভ্যালি সম্পাদক সঞ্জীব রায় এবং তিনি এই সম্মানজনক অনুষ্ঠানকে সফল করতে তাদের সহযোগিতার জন্য বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ধন্যবাদ জানান। শেষে সাদিক মহম্মদ লস্করকে ক্লাব ভ্যালি চাদর ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় ও চন্দন শুক্লবৈদ্য কে সংবর্ধিত করা হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *