মানবতার পূজারী জুবিন গর্গকে স্মরণ করল আউটা

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থা। বুধবার বিশ্ববিদ্যালয়ে মূল প্রবেশদ্বারের সামনে জুবিন গর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মৃতিচারণ করা হয়। এতে বক্তব্য রাখেন আউটার সভাপতি ড. মৃত্যুঞ্জয় সিং, ড. আলফরিদ হোসেইন, ড. যুথিকা কানোয়ার, ড. মৌসম হ্যান্ডিক, ড. জয়শ্রী দে, ড. মনালি লংমাইলাই প্রমুখ। শেষে শোকপ্রস্তাব পাঠ করেন  সম্পাদক ড. অমিত কুমার দাস। 

এদিন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষকরা বিভাগীয় কনফারেন্স হলে পৃথক এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে প্রাণের প্রিয় শিল্পীকে স্মরণ করেন। এতে অংশ নেন বিভাগীয় প্রধান অধ্যাপক নবেন্দু সেন সহ অন্য অধ্যাপক সহ ছাত্রছাত্রীরা। বক্তারা সঙ্গীত তথা সমাজে প্র‍য়াত শিল্পীর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বক্তারা এও বলেন, এক সাক্ষাৎকারে জুবিন বলেছিলেন ‘মোর কোন জাতি নাই, মোর কোন ধর্ম নাই…’। তাঁর এই স্বগতোক্তি প্রগতিশীল চিন্তাভাবনা ও সর্বজনীন মানবতাবাদকে প্রতিফলিত করে। তাঁর চেতনা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন সবাই। শেষে সবাই মিলে কালজয়ী সঙ্গীত ‘মায়াবিনী রাতর বুকুত…’ পরিবেশন করেন।

এদিকে, আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসেও এদিন প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অধ্যাপক, গবেষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অসমের হৃদস্পন্দন জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানান। অনুষ্ঠানে বিভিন্ন ভাষায় সঙ্গীতও পরিবেশন করেন ছাত্র-গবেষকরা।

Spread the News
error: Content is protected !!