মাদক বিরোধী অভিযানে সাফল্যে চুড়াইবাড়ি পুলিশকে পুরস্কৃত করলেন স্পেশাল ডিজি 

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : অসম রাজ্যের দক্ষিণ প্রান্তের সীমান্ত জেলা করিমগঞ্জে বাজা‌রিছড়ার থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের অসম চুড়াইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পোস্টের পুলিশ টিমকে বিশেষ সংবর্ধনা দিল পুলিশ বিভাগ। নেশা বিরোধী অভিযানে নিজেদের কর্তব্যে অ‌বিচল থে‌কে পু‌লি‌শ বিভাগের সুনাম অক্ষত রাখায় বিভাগীয় প‌ক্ষে বি‌শেষ পুরস্কারে ভু‌ষিত হল বাজা‌রিছড়ার থানাধীন অসম ত্রিপুরা সীমান্তে চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্টের কর্তব‌্যরত পু‌লিশ কর্মীরা। নিরঞ্জন দাস চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের দায়িত্ব নেওয়ার পর থেকে তার নেতৃত্বে পুলিশ কর্মীরা নেশা বিরোধী অভিযানে একের  পর এক সফলতা অর্জন করে চলছেন। অবশেষে এরই ফল স্বরূপ তাদের‌ পুরস্কৃত করা হয় বিভাগীয় তরফে।

মাদক বিরোধী অভিযানে সাফল্যে চুড়াইবাড়ি পুলিশকে পুরস্কৃত করলেন স্পেশাল ডিজি 

রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষে ‌চুড়াইবা‌ড়ি পু‌লিশ ইনচার্জ নিরঞ্জন দাস সহ অন্যান্য সহকর্মীদের পুরস্কৃত করার পাশাপাশি জেলা পুলিশ সুপার পদ্মনাভ বরুয়াকেও এক অনুষ্ঠা‌নের মাধ্যমে শংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এ ম‌র্মে নিরঞ্জন দাস জানান, শনিবার তিনি ও তাঁর সহ কর্মীদের জেলা পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া নিজ চেম্বারে ডেকে নিয়ে অভিনন্দন জ্ঞাপন করেছেন। পুলিশ সুপার তাকে জানান অসম পুলিশের স্পেশাল ডিজি জিপি সিং চুড়াইবাড়ি পু‌লি‌শের নেশা বি‌রোধী অ‌ভিযানে স‌ন্তোষ প্রকাশ করেন। ফ‌লে চুড়াইবা‌ড়ি টিমকে রাজ‌্য পু‌লি‌শের প‌ক্ষে দুই লক্ষ টাকা সহ সম্মাননা সনদ সহ পুরস্কৃত করা হয়। এ‌তে তারা আপ্লুত। আগামীদিনে নিজ কর্তব্যে তারা আরও দায়িত্বশীল হওয়ার সংকল্প নেন।

মাদক বিরোধী অভিযানে সাফল্যে চুড়াইবাড়ি পুলিশকে পুরস্কৃত করলেন স্পেশাল ডিজি 

উল্লেখ্য চুড়াইবা‌ড়ি‌তে ইনচার্জ নিরঞ্জন দাস দায়িত্ব নেওয়ার পর থেকে নেশাদ্ৰব্য পাচার আটকাতে এক উল্লেখযোগ্য নজির স্থাপন করে চলছে চুড়াইবাড়ি পুলিশ। চুরাইবাড়ি পুলিশের এমন সফল অভিযানে খুশী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্বশর্মাও নিজের ফেসবুক অ্যাকান্টে টুইট করে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *