মাথায় ধর্মীয় টুপি থাকায় পরীক্ষার্থীকে বাধা পুলিশ কর্মীর, এসপির দ্বারস্থ ইউডিএফ

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : রবিবার নিয়োগ পরীক্ষায় সোনাই এনজি এইচএস স্কুলে প্রবেশে পরীক্ষার্থীর মাথায় ধর্মীয় টুপি থাকায় বাধা দিলেন কর্তব্যরত পুলিশ কর্মী। এতে টুপি খোলে পরীক্ষায় বসলেন মওলানা বড়খলার আজমল হোসেন মজুমদার। এ ঘটনায় সরব হল এআইইউডিএফ। সোমবার সোনাইয়ে এক বিবাহ ভবনে সাংবাদিক সম্মেলন করে এআইইউডিএফ কমিটির কর্মকর্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
  

মাথায় ধর্মীয় টুপি থাকায় পরীক্ষার্থীকে বাধা পুলিশ কর্মীর, এসপির দ্বারস্থ ইউডিএফ

অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জোড়ালো দাবি জানান। নিগৃহত পরীক্ষার্থী আজমলকে পাশে রেখে সাংবাদিক বৈঠকে সোনাই ইউডিএফের সভাপতি খালিদ হাসান লস্কর, আওলাদ হোসেন লস্কর, যুব ইউডিএফের সাধারণ সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদাররা বলেন, যে পুলিশ অফিসার এসব ঘটনা করেছেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সোনাই বিধায়কের তরফ থেকে সোমবার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। 

মাথায় ধর্মীয় টুপি থাকায় পরীক্ষার্থীকে বাধা পুলিশ কর্মীর, এসপির দ্বারস্থ ইউডিএফ

ইউডিএফের এক প্রতিনিধি দল এসপির কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তদন্ত করে অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেও এসপি তাদের আশ্বাস দেন। সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই যুব ইউডিএফের সভাপতি জাকির হোসেন লস্কর, হাফিজ আব্দুল হক, মাহমুদ হোসেন, দিলোয়ার হোসেন প্রমুখ।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *