মহোৎসব : শিক্ষা বিকাশ পরিষদের আচার্য সম্মেলন

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে শিলচরের রাজীব ভবনে শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের এক দিবসীয় আচার্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যাভারতী দক্ষিণ অসমের ৪৪ টি বিদ্যালয়ের আচার্যরা অংশগ্রহণ করেন। সোমবার সম্মেলনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতীর রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, বিদ্যা ভারতী উত্তর পূর্ব ক্ষেত্র সংগঠন মন্ত্রী ড০ পবন তিওয়ারি, শিলচর এনআইটি-র নির্দেশক অধ্যাপক শিবাজী বন্দোপাধ্যায়, শিক্ষা বিকাশ পরিষদের সংস্থাপক সভাপতি তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ অসম প্রান্তের প্রাক্তন প্রান্ত সংঘ চালক বিমল নাথ চৌধুরী, শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল ভূষন দে প্রমুখ।

এদিন অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলন এবং বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উদ্বোধনী সঙ্গীত ও অমৃত মহোৎসবের সংগীত পরিবেশন করেন আচার্য আচার্যারা। প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর, তারপর পূর্বত্তর ক্ষেত্র সংগঠন মন্ত্রী ড.পবন তেওয়ারি প্রস্তাবিত বক্তব্য প্রদান করেন। এনআইটি-র নির্দেশক অধ্যাপক শিবাজী বন্দোপাধ্যায় জাতীয় শিক্ষা নীতির উপর আলোকপাত করেন। অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ তাঁর সংক্ষিপ্ত ভাষণে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও বর্তমান শিক্ষার উপর আলোকপাত করেন। বিদ্যা ভারতীর রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থায় শিক্ষককুলের সক্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এদিনের বিদ্যা ভারতী পূর্ব ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর। পরে বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর, সহ সম্পাদক ডঃ দেবজিত দেব, রূপজোতি দেব, অঞ্জন গোস্বামী, অয়ন চক্রবর্তী প্রমুখ।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *