ভুবনে দুই পূণ্যার্থীর মৃত্যু, দু’দিনে চার লক্ষাধিক সমাগম

বরাক তরঙ্গ, ১ মার্চ : শিবরাত্রি উপলক্ষে শৈব তীর্থ ভুবন পাহাড় চড়তে গিয়ে মৃত্যু ঘটল দু’জনের। শিবরাত্রি উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। প্রথম রাতেই প্রায় দু’লক্ষ পূণ্যার্থী মন্দিরে পৌঁছেন। অন্যান্য পূণ্যার্থীদের মত সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ আমড়াঘাট কৃষ্ণপুর রোড দিয়ে ভুবন পাহাড়ে উঠার সময় হঠাৎ রাস্তায় পড়ে যান শিলচর দেশবন্ধু রোডের বাসিন্দা বিক্রম পাল (৩১) নামের যুবক। পরে সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকা আমড়াঘাট গ্রুপের সদস্যরা তাকে উদ্ধার করে নিছে নিয়ে আসেন। ভোর চারটা নাগাদ অ্যাম্বুলেন্স করে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেডিক্যাল নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে বছর একত্রিশের পালবাবুর প্রয়াণ ঘটে।

এ দিকে মঙ্গলবার ভুবন মন্দিরের পাশে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যায়। কচুদরম থানার ওসি সরেজমিনে পৌঁছাতে রওয়ানা দেন। তবে ওই মহিলার ঠিকানা বা নাম জানা যায়নি।

এ দিকে, দু’দিনে প্রায় চার লক্ষ পূণ্যার্থীর সমাগম ঘটে। গত দু’বছর করোনা প্রকোপে লোকজন বের হতে পারেননি এছাড়া এ বছর শিবপূজা সোমবার হওয়া এবং আবহাওয়া অনুকূল থাকার ধরন  পূণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের ধারনা।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *