ভাষা শহিদ দিবসে গুণোৎসব!
জেলাশাসক সকাসে হায়ার সেকেন্ডারি শিক্ষক সংস্থা

বরাক তরঙ্গ, ২২ মার্চ : করোনাকালে দুই বছর ধরে শিক্ষা বিভাগের শিক্ষার পরিকাঠামোর মূল্যায়ন তথা ইলিমেন্টারি পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ণ প্রক্রিয়া তথা গুণোৎসব বন্ধ ছিল। কিন্তু এবার রাজ্য জুড়ে আনলক পর্ব শুরু হতে শিক্ষা বিভাগের বিভিন্ন পর্বে রাজ্যের প্রতিটি জেলায় তিনদিনব্যাপী গুণোৎসব এর দিনক্ষণ ঘোষণা করেছে। হাইলাকান্দি জেলায় আগামী ১৮, ১৯ ও ২০ মে গুণোৎসব অনুষ্ঠিত হওয়ার এক সরকারি নির্দেশনা প্রকাশ পেতেই শুরু হয়েছে ফের বিতর্ক। আর এনিয়ে হাইলাকান্দি জেলা থেকে প্রথম প্রতিবাদ জানালো আসাম হায়ার সেকেন্ডারি শিক্ষক সংস্থার হাইলাকান্দি জেলা শাখা। এমর্মে মঙ্গলবার শিক্ষক সংস্থার এক প্রতিনিধি দল হাইলাকান্দি জেলাশাসকের উদ্দেশে এক স্মারক পত্র প্রদান করে ১৯ মে দিনটি বদলের দাবি জানান। কারন ১৯ মে বরাক উপত্যকা জুড়ে অতি শ্রদ্ধার সঙ্গে পালিত হয় ভাষা শহিদ দিবস।মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে ১৯৬০ সালে শিলচরের রেল স্টেশনে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল একাদশ ভাষা শহিদ। তাই ১৯ মে বরাক জুড়ে পালিত হয় ভাষা শহীদ দিবস। আর এতে ছাত্র ছাত্রী সহ বরাক উপত্যকার বিভিন্ন ভাষা গোষ্ঠীর লোক ভাষা সেনানীদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন কার্যসূচী ও গ্রহণ করে থাকেন।নতাই ১৯ মে স্কুলে গুণোৎসব অনুষ্ঠিত হলে শহীদ দিবস পালনে ব্যার্থ হবে বৃহত্তর শৈক্ষিক সমাজ। তাই তারিখ পরিবর্তন করতে জেলা প্রশাসনের প্রতি আর্জি জানান সংস্থা সভাপতি স্বপন সিংহ সম্পাদক হিফজুর রহমান মজুমদার, সুব্রত পুরকায়স্থ প্রমুখ।

এদিন জেলা শাসকের অবর্তমানে উনার কার্যালয়ে  জেলা শাসকের উদ্দেশে স্মারকপত্র প্রদান করা হয়।
এদিকে, ১৯ মে গুণোৎসব এর দিন নির্ধারিত হওয়ায় বরাক উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। এব্যাপারে সমগ্র শিক্ষা অভিযানের মিশন সমন্বয়কের ও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *