ভারতীয়দের কিয়েভ ছাড়ার নির্দেশ  বিদেশ মন্ত্রকের

১ মার্চ : কিয়েভের দিকে এগিয়ে চলেছে রুশ সেনা। উপগ্রহচিত্রে স্পষ্ট। নিজের নাগরিকদের জীবন নিয়ে আর কোনও ঝুঁকি নিতে চায় না ভারতীয় বিদেশমন্ত্রক। পড়ুয়া সহ নাগরিকদের নির্দেশ দিল, আজকের মধ্যেই ছাড়তে হবে কিয়েভ। ট্রেনে হোক, ট্রেন না পেলে যেভাবেই হোক ছাড়তে হবে ইউক্রেনের রাজধানী। বিশেষজ্ঞরা মনে করছেন, আজই কিয়েভ দখল করে নিতে পারে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্র ছুড়ে ধ্বংস করে দিতে পারে জনবসতি। এই আশঙ্কা থেকেই নাগরিকদের দ্রুত কিয়েভ ছাড়ার নির্দেশ ভারতীয় বিদেশমন্ত্রক। ট্রেন না পেলে, যা পাবে, তাতেই চেপে রওনা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার হামলা শুরু করে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি থেকে কিয়েভে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হয়েছেন বহু পড়ুয়া ও নাগরিক। দেশে ফেরার সাহায্য চেয়ে দূতাবাসের দরজায় তাঁরা। ভারতীয় বিদেশমন্ত্রক টুইটারে জানিয়েছে, কিয়েভ থেকে ৪০০ পড়ুয়াকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে। আরও হাজার জন কিয়েভ থেকে ইউক্রেনের পশ্চিমে রওনা হয়েছেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *