বৃষ্টির জলে ভেসে যাওয়া গাড়ি থেকে উদ্ধার প্রৌঢ়কে
১ অক্টোবর : উত্তরপ্রদেশের মথুরায় দেখা গেল এক অদ্ভুদ দৃশ্য। যেখানে বৃষ্টির জমাজলে কৃত্রিম বন্যা দেখা দেয়। আর ওই বন্যার জলে ভেসে যেতে শুরু করে একটি গাড়ি। ভাসমান গাড়ির ভিতরে বন্ধ হয়ে থাকতে দেখা যায় এক প্রৌঢ়কে। যিনি গাড়ির দরজা খুলতে পারেননি। গাড়ির দরজা বন্ধ অবস্থাতেই তিনি ভেসে যেতে শুরু করেন।
কোনওক্রমে সেই বন্ধ গাড়ি থেকে প্রৌঢ়কে উদ্ধার করা হয়। যে ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। চারপাশে যখন উৎসবের মরশুম চলছে, সেই সময় বৃষ্টি, বন্যায় যে দেশের বিবিন্ন অংশের পরিস্থিতি খারাপ হচ্ছে, তা ফের সামনে এল।