মোদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পঞ্চায়েত স্তরে সুষ্ঠ সমাজ গঠন করতে হবে : পরিমল
ধলাই কেন্দ্রের পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা বিজেপির
বরাক তরঙ্গ, ১৬ মে : ভারতীয় জনতা পার্টির আদর্শ ও নীতির ভিত্তিতে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার ধলাই কেন্দ্রের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান জানানো হয়। এদিন ৩ জন জেলা পরিষদ সদস্য, ২৫ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও ২৩৮ জন গ্রুপ সদস্য/সদস্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন স্বচ্ছ ভারত নির্মাণ। ২০৪৭ সালে ভারতকে বিশ্ব গুরুর আসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পঞ্চায়েত স্তরে সুষ্ঠ সমাজ গঠন করতে হবে। এখন ভারত পাকিস্তানকে ভয় পায় না, তাদের হামলার বিপরীতে অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দিয়েছে ভারত। তাছাড়া সুষ্ঠ পঞ্চায়েত গঠন করার লক্ষ্যে একজন সৎ ও নিষ্ঠাবান পঞ্চায়েত প্রতিনিধি সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন বলে জানান সাংসদ পরিমল।
তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও প্রার্থীদের ব্যক্তিত্বের জয় বিজেপির বিশাল জয় হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল দেখে নিশ্চিত যে ২০২৬ বিধানসভা পুনরায় দখল করবে বিজেপি।
বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন বিজেপি আদর্শবাদী দল, দলের নীতি মেনে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সকলের প্রতি অভিনন্দন জানান তিনি। বিধায়ক বলেন যারা কিছু ভোটের জন্য হেরেছেন তাঁদেরকে দলের পক্ষ থেকে যোগাযোগ করার আহবান জানান বিধায়ক।

তাছাড়া বক্তব্য রাখেন ধলাই বিধানসভা নির্বাচনী পরিচালনা সমিতির সভাপতি সিতাংশু দাস, জেলা বিজেপির সদস্য শশাঙ্কচন্দ্র পাল ও ভূষণ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন সৌমিত্রকুমার দেব, ভূষণ পাল, কৃষ্ণজীবন দেবনাথ, সুদর্শন চৈধুরী, সুবোধরঞ্জন দাস, সৌমেন দাস, অজয় লস্কর, তিন মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, অপূর্ব দাস, অজয় দেব সহ অন্যরা। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন ধলাই নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক পৃথীশচন্দ্র দাস।
অনুষ্ঠান শেষে অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। এতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, বিধায়ক নীহাররঞ্জন দাস সহ অসংখ্য কার্যকর্তা অংশগ্রহণ করেন