বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তায় কাতার!

২৮ জুন : কাতার বিশ্বকাপের ইতোমধ্যেই ১২ লাখ টিকিট বিক্রি হয়েছে। বাকি রয়েছে আর আট লাখ টিকিট। বিশ্বকাপের টিকিট বিক্রি যত বাড়ছে, চিন্তাও তত বাড়ছে উদ্যোক্তাদের। বিপুলসংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা কতটা সম্ভব হবে- তা এখন চিন্তার বিষয়। কাতার অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বিক্রির সংখ্যা। টিকিটের চাহিদা আকাশছোঁয়া।

অনলাইনে এখন পর্যন্ত দুইভাগে টিকিট বিক্রি করা হয়েছে। মোট ২০ লাখ টিকিট বিক্রি করা হবে। আরও ১০ লাখ টিকিট থাকবে ফিফার বিভিন্ন কর্তা এবং স্পনসরদের জন্য। কাতারের রাজধানী দোহার জনসংখ্যা ২৪ লাখ। বিশ্বকাপের সময় বিশাল সংখ্যক মানুষ সেখানে আসবেন খেলা দেখার জন্য। আটটি স্টেডিয়ামে ৩২টি দেশ খেলবে। শহরের আশপাশেই রয়েছে সব স্টেডিয়াম। এ বছর ২১ নভেম্বর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর তাই তাদের আবাসন নিয়ে দুশ্চিন্তায় কাতার।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *