বিবেকানন্দ কেন্দ্র কন্যা কুমারীর ত্রাণ বণ্টন হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ২৯ জুন : হাইলাকান্দি জেলার বানভাসিদের সাহায্যে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন সহ ব্যক্তিগত উদ্যোগে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবির সহ নিচু এলাকায় ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। যা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি হাইলাকান্দি শহরের পাশ্ববর্তী সরসপুর চা বাগান অঞ্চলে থাকা দুইটি ত্রাণ শিবিরে থাকা প্রায় ৮৫ টি পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর হাইলাকান্দি শাখা।

বিবেকানন্দ কেন্দ্র কন্যা কুমারীর ত্রাণ বণ্টন হাইলাকান্দিতে

বানভাসিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শাখা প্রধান শতানন্দ ভট্টাচার্য সহ যজ্ঞেশ্বর দেব, শঙ্করী চৌধুরী, দেবমাল্য দেব, অভিজিৎ দেব, দেবতোষ চক্রবর্তী সুরজিৎ দেব, ইন্দিরা ভট্টাচার্য, স্থানীয় সমাজসেবী বলিরাম নুনিয়া সহ অনেকেই। উল্লেখ্য, ত্রাণ বিতরণ করা হয় এসকে দেব হাইস্কুল ও ৫২৮ নং সরসপুর চা বাগান এলপি স্কুলের ত্রাণ শিবিরে।
এদিকে, বন্যা পরবর্তী সময়ে ও স্বাস্থ্য শিবির আয়োজনের ও পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *