বিবাহ বার্ষিকীতে মরনোত্তর দেহদানে অঙ্গীকার দম্পতির

বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : বিবাহ বার্ষিকীতে মরনোত্তর দেহদানে অঙ্গীকার হলেন দম্পতি। পাশাপাশি এক নয়া দম্পতিও একই পথে হাঁটলেন। মঙ্গলবার শিলচর ঘনিয়ালারোডস্থিত ডেভেলপমেন্ট কমপ্লেক্সের ভেতরে থাকা ‘অন্তরঙ্গ’ বাসভবনে শান্তনু সেনগুপ্ত ও সহধর্মিনী অনুরাধা সেনগুপ্ত দু’জনের ৩২তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দেহদানের অঙ্গীকারপত্রে সই করলেন। এই অনুষ্ঠানে রাহুল রায় এবং মধুমিতা দেব নয়া দম্পতি মরনোত্তর দেহদানে সম্মতি জানিয়ে অঙ্গীকার পত্রে সাক্ষরপ্রদান করলেন। 
হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষে কমল চক্রবর্তী ফোরামের ইতিহাস তুলে ধরার পাশাপাশি ব্যক্ত করেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র ছাত্রীদের অনেক অজানাকে জানার সুযোগের দরজা খুলে দেওয়ার মাধ্যমে চিকিৎসা শাস্ত্রের উন্নতি সম্ভব হচ্ছে। 

ফোরামের সদস্য পরিতোষ চন্দ্র দত্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি উপযুক্ত সম্মান জানানোর পাশাপাশি দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া চারজনকেই আন্তরিক অভিনন্দন সহ শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞান মনস্ক এক সুস্থ সমাজ তৈরির আহ্বান জানান। প্রাসঙ্গিক আলোচনায় অংশ নেন শ্রীলেখা সেনগুপ্ত, সঙ্ঘমিত্রা সেনগুপ্ত সহ দেহদানে অঙ্গীকারবদ্ধ হওয়া সবাই। এ দিন সক্ষমের পক্ষে মিঠুন রায় ও বিশ্বরাজ চক্রবর্তী উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শান্তনু সেনগুপ্ত ও অনুরাধা সেনগুপ্তকে মরণোত্তর চক্ষুদানে সম্মতি সূচক অঙ্গীকারপত্রে সাক্ষরপ্রদান করিয়ে নেন৷

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *