বিদ্রোহের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি

২৩ নভেম্বর : নিজ দলের এমপিদের বিদ্রোহের মুখে পড়েছেন যুক্তরাজ্যের কনজারভেটিভস পার্টির নেতা ও দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যুক্তরাজ্য সরকারের হাউসবিল্ডিং পরিকল্পনা নিয়ে আয়োজিত ভোটে এ বিদ্রোহ দেখা দেয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪৭ জন টরি র‌্যাংক এবং ফাইল বেকবেঞ্চার (এমপি) সমান্তরাল এবং পুনপ্রজন্মের বিলের সংশোধনে সই করেছিলেন যা, স্থানীয় কাউন্সিলের ওপর হাউজবিল্ডিংয়ের লক্ষ্যগুলোর ওপর বাধ্যতামূলক আরোপের বিষয় নিষিদ্ধ হবে।

এ বিলটি ফেরত আনতে বুধবার হাউস অব কমন্সে বিতর্ক হবে এবং এ নিয়ে আগামী সোমবার একটি ভোট হবে।

যদি এ ভোটে লেবার পার্টি এবং অন্যান্য বিরোধী দল বিদ্রোহীদের সমর্থন দেয় তবে ঋষি সুনাক নিশ্চিত পরাজিত হবেন।

যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা জানান, যেহেতু আগামী বুধবার এ বিল নিয়ে বিতর্ক হবে তাই সোমবার একটি নিয়ে ভোট হওয়ার সম্ভাবনা নেই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *