বিদ্যুতের মাশুল বৃদ্ধি : ক্ষোভ ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : অসম সরকার চুপিসারে রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করায় ক্ষোভ ব্যক্ত করে অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর আসাম রাজ্য কমিটি। সংগঠনের  পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে বিদ্যুৎ বিভাগ গত কয়েকমাস থেকে বিদ্যুতের বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি করে জনসাধারণকে লুন্ঠনের পাশাপাশি ইন্ধন ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির অজুহাতে পুনরায় ইউনিট প্ৰতি ০.৭৯ টাকা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূৰ্ণ অন্যায় ও অযৌক্তিক। গত কয়েকমাস আগেও ইন্ধনের মূল্যবৃদ্ধির অজুহাতে ইউনিট প্ৰতি ৩০ পয়সা মাশুল বৃদ্ধি করা হয়েছিল। পুনরায় এই ৭৯ পয়সা মাশুল বৃদ্ধি রাজ্যের লক্ষ লক্ষ গ্ৰাহকদের উপর বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দিল।

সংগঠনের পক্ষ থেকে এই অন্যায় ও অযৌক্তিক মাশুল বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগের জুলুমবাজির বিরুদ্ধে রাজ্যব্যাপী শক্তিশালী গ্ৰাহক আন্দোলন গড়ে তুলতে জনসাধারণের প্ৰতি    আহ্বান জানানো হয়।

সংগঠনের কাছাড় জেলা শাখার পক্ষ থেকে পানিভরার জনৈক ব্যক্তির বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ঘটনার তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি প্রদান ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও জোরালো দাবি

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *