বাইপাস সংলগ্ন জাতীয় সড়কের বেহাল অংশ বিপজ্জনক হয়ে উঠেছে

বরাক তরঙ্গ, ২৭ জুন : সোনাবাড়িঘাট বাইপাস সংলগ্ন এলাকার শিলচর-আইজল জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দক্ষিণ কাছাড়ের জনগণের। বরাক নদীর বন্যার জলের তোড়ে সড়কটির অবস্থা ভয়ানক করেছে। সৃষ্টি হয়েছিল সুড়ঙ্গেরও। রবিবার স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া পূর্ত বিভাগের কর্মকর্তাদের নিয়ে জায়গাটি পরিদর্শন করেন এবং নির্দেশ দেন সাময়িক কাজ করে যাতায়াত অব্যাহত রাখতে। কিন্তু বিভাগীয় তরফে কোন পদক্ষেপ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এরপর বিধায়কের উদ্যোগে এবং স্থানীয় যুবকদের সহযোগিতায় সুড়ঙ্গটি ভেঙে এক্সেবেটর দিয়ে সাইডে ধসে পড়া পাথর ও মাটি দিয়ে ভরাট করা হয়। এরপর ইটের ও সিসি ব্লকের টুকরো ফেলে যাতায়াতের উপযোগী করে তোলা হয়। রবিবার বিকেল থেকে বড় ধরনের যান চলাচল শুরু করে। এতে সড়কের এই অংশ আরও বেহাল হয়ে উঠে।

সোমবার গাড়ি আটকে যাতায়াত বন্ধ হয়ে পড়ে বেশ কয়েকবার। স্থানীয় যুবকদের সহযোগিতায় ফেঁসে যাওয়া গাড়িগুলো তুলে দেন। বর্তমানে ওই অংশে ইট ও সিসি ব্লকের টুকরো উঠে গিয়ে বিপজ্জনক রূপ নেয়। দ্বিচক্র যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় জনগণ বিভাগীয় কর্তৃপক্ষের উদাসিনতা দেখে ক্ষোভে ফুসছেন।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *