বাইপাসে জল আটকাতে জিও ব্যাগ বসাচ্ছে বিভাগ

বরাক তরঙ্গ, ৭ জুলাই : সোনাবাড়িঘাট বাইপাস সংলগ্ন এলাকায় জল প্রবেশের পথ বন্ধ করতে জিও ব্যাগ বসাচ্ছে জলসম্পদ বিভাগ। বাইপাসের অভার ব্রিজ নির্মাণ করতে গিয়ে সংশ্লিষ্ট কোম্পানি পুরো বাঁধটি কেটে ফেলে ছিল। যার দরুন বাঁধের কাটা অংশ দিয়ে পর পর দুবারের বন্যার জল প্রবেশ করে জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত করা সহ বহু এলাকার বাড়িঘর, শাকসবজি, ফিসারি ক্ষতি করেছে। দুইবারের বন্যায় মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় জলসম্পদ বিভাগ এবার নড়েচড়ে বসে। জিও ব্যাগ দিয়ে জল আটকানোর কাজ শুরু করে বিভাগ। তবে স্থানীয়দের দাবি সেখানে একটি বড়ধরনের কালভার্টের ব্যবস্থা করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা। জিও ব্যাগ দিয়ে জল কতটুকু আটকানো যাবে এ নিয়ে সংশয় রয়েছে স্থানীয় মানুষের।

বাইপাসে জল আটকাতে জিও ব্যাগ বসাচ্ছে বিভাগ

এ দিকে, বাঁধের পাশে থাকা রেবুল হুসেন বড়ভূইয়ার ঘর পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্থ হয়। দু’বারের বন্যার জলে তোড়ে ঘরে দেওয়াল ধসে পড়েছে। ঘরটি সম্পূর্ণ রূপে ডেমেজ হয়। ঘরের নিচের মাটি সরিয়ে নিয়েছে। বিরাট ক্ষতির মুখে পড়েছেন রেবুল হুসেন। এ ছাড়া শিলচর-আইজল জাতীয় সড়কের ওই অংশ প্রায় তলিয়ে যায়। সাইড বলে আর কিছু নেই। জলের স্রোতে সড়কের পিচ মাটি সব ধসে নিয়ে গেছে। সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর রূপ। ধসে যাওয়া অংশ কোনমতে যান চলাচলের ব্যবস্থা করা হলে ওয়ান ওয়ে হিসেবে চলছে। এ ছাড়া বৃষ্টি হলে গাড়ি গর্তে আটকে পড়ে। এতে দুই দিকে যানবাহনের লম্বা লাইন ধরে। জরুরী পরিষেবায় থাকা বাহনগুলো চরম সমস্যার মুখে পড়ে। যথা সময়ে গন্তব্য স্থলে পৌঁছতে বাধা হয়ে দাঁড়িয়। পাশাপাশি সাধারণ মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। এ নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার জনগণ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *