বর্ষাপাড়া স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করলেন গ্রাম কাছাড়ের ক্রিকেটপ্রেমিরা

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচ দেখার আনন্দই আলাদা। আর এই সুযোগ হাতছাড়া করতে চায়নি ক্রিকেটপ্রেমিরা। এ দিকে বেশ কয়েক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ গুয়াহাটিতে হওয়ার দরুন তার সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। সরাসরি স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পিছিয়ে নন বরাকের বহু ক্রিকেটপ্রেমি। খেলা দেখতে গুয়াহাটির বর্ষাপাড়ার স্টেডিয়ামে পৌঁছেন।

বর্ষাপাড়া স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করলেন গ্রাম কাছাড়ের ক্রিকেটপ্রেমিরা

এরমধ্যে গ্রাম কাছাড়ের যুবকরাও ছিলেন। সোনাবাড়িঘাট থেকে প্রায় কুড়ি জনের একদল ভারত- দক্ষিণ আফ্রিকার হাই ভোল্টেজ ম্যাচ বর্ষাপাড়ার স্টেডিয়ামে বসে উপভোগ করেন। ম্যাচে ভারত জয়ী হওয়ায় তাদের যাওয়া সার্থক বলে জানান আপ্পু মজুমদার ও দিলবার মজুমদার।

বর্ষাপাড়া স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগ করলেন গ্রাম কাছাড়ের ক্রিকেটপ্রেমিরা

পাশাপাশি সাক্ষী থাকলেন গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে একের পর এক ঘটনার। রবিবার ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন প্রথমে মাঠে ঢুকে গেল সাপ। এ কাণ্ডে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। এরপর ম্যাচ চলাকালে হঠাৎ করেই নিভে যায় স্টেডিয়ামের ফ্লাড লাইট। খেলার মধ্যে ১৫ মিনিটেরও বেশি সময় ধরে ফ্লাড লাইট নিভে গিয়েছিল।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *