বন্যাক্রান্তের ক্ষতিগ্রস্তের তথ্য সংগ্রহে পাটোয়ারীকে বাধা, গ্রেফতার দুই

বরাক তরঙ্গ, ১১ জুলাই : বন্যায় ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করতে গিয়ে জনগণের রোষানলে পড়েছেন দুই পাটোয়ারী। এ ঘটনা সংঘটিত হয় হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত বাঁশডহর দ্বিতীয় খণ্ড এলাকায়। পুলিশ দু’জনকে আটক করে।  মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি জেলাতেও বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন অঞ্চলের ঘরবাড়ির তথ্য সংগ্রহ করার কাজ জোর গতিতে চলছে। আর বিভিন্ন রাজস্ব চক্রে এই কাজে সক্রিয় রয়েছেন পাটোয়ারীরা। এক সরকারি বিবৃতিতে জানানো হয় সম্প্রতি হাইলাকান্দি জেলার হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত বাঁশডহর প্রথম খণ্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া জনগণের বসতবাড়ির তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার হন দুই পাটোয়ারী। কিছু দুষ্কৃতী পাটোয়ারীদের সরকারি কাজে বাধা দান করে এবং তাদের সঙ্গে দুর্ব্যাবহার করে।

বন্যাক্রান্তের ক্ষতিগ্রস্তের তথ্য সংগ্রহে পাটোয়ারীকে বাধা, গ্রেফতার দুই

আর এমর্মে অভিযোগ পেয়ে গত ৭ জুলাই হাইলাকান্দি চক্র আধিকারিক ডেভিড কুমার বরা হাইলাকান্দি সদর থানায় এক এজাহর  দাখিল করেন। পরবর্তীতে এই এজেহারের ভিত্তিতে গত ৮ জুলাই সদর পুলিশ ওই গ্রামের দুই অভিযুক্ত যথাক্রমে মতচ্ছর আলি চৌধুরীর ছেলে আলি আহমেদ চৌধুরী এবং নিজাম উদ্দিন চৌধুরীর ছেলে সুলতান আহমদ চৌধুরীকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করে। পরবর্তীতে আদালতের নির্দেশে উভয়কে বিচার বিভাগীয় হাজতে পাঠানো হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *