বনভূমি বাচাতে ফরেস্ট রাইট অ্যাক্ট বাস্তবায়ন করা হচ্ছে : রণোজ পেগু

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : রাজ্যের শিক্ষা ও জনজাতি কল্যাণ মন্ত্রী রণোজ পেগু ২০০৬ সালের ফরেস্ট রাইট অ্যক্ট বরাক উপত্যকার তিন জেলার বনাঞ্চলে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ শিলচরে উপত্যকার তিন জেলার জেলাশাসক, বিধায়ক, ফরেস্ট আধিকারিক এবং জনজাতি বোর্ডগুলির কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের সময় এই নির্দেশ দেন। তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যগুলিতে ইতিমধ্যে এই আইন বাস্তবায়নের কাজ শেষ হয়ে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাস শর্মার বিশেষ উদ্যোগে রাজ্যে এই আইন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনজাতি কল্যাণ মন্ত্রী পেগু তিন জেলার জেলাশাসককে নিজ নিজ জেলায় এই আইন চালু করতে পৃথক পৃথক কৌশল রচনা করতে বলেন।

মন্ত্রী পেগু বলেন, বনভূমিকে রক্ষা করতে এই আইন কার্যকর করা প্রয়োজন। সভায় অংশ নিয়ে রাজ্যের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের প্রধান সচিব মুকেশ সাহু জানান এই আইন কেবল বন বিভাগের স্বীকৃতি প্রাপ্ত বনাঞ্চলের জন্য নয় বরং সব ধরনের বনাঞ্চলে এই আইন কার্যকর করা হবে। সভায় চার বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মিহির কান্তি সোম, কৌশিক রাই এবং বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অংশ নেন। এতে কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব এবং হাইলাকান্দির জেলাশাসক নিসর্গ হিবরে উপস্থিত ছিলেন।
প্রতিবেদন : জনসংযোগ, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *