বদরপুর পুলিশের হাতে গ্রেফতার কুখ্যাত বাইক ছিনতাইবাজ সুয়েল

বরাক তরঙ্গ, ১৫ জুন : অবশেষে বড়সড় সাফল্য পেল বদরপুর পুলিশ। বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামীর নেতৃত্বে পুলিশের সাড়াসী অভিযানে গ্রেফতার হল বদরপুরে বাইক ছিনতাইয়ের ঘটনায় ত্রাস সৃষ্টিকারী কাছাড় জেলার কাটিগড়ার বাসিন্দা কামরুল ইসলাম বড়ভূইয়ার ছেলে সুয়েল আহমেদ বড়ভূইয়া। বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামী জানান, দীর্ঘদিন ধরে বদরপুর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল বাইক ছিনতাইয়ের অন্যতম অভিযুক্ত মাস্টার মাইন্ড সুয়েল আহমেদ বড়ভূইয়া।

ওসি গোস্বামীবাবু আরও জানান, কয়েকদিন পূর্বেও বাইক ছিনতাইয়ের মাস্টারমাইন্ড সুয়েল আহমেদ বড়ভূইয়া বদরপুর থেকে বাইকে চেপে করিমগঞ্জ যাওয়ার পথে উমরপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশকর্মী তাকে দেখতে পেয়ে থামার জন্য সিগন্যাল দিলেও সে পুলিশের সিগন্যালকে অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যায়। কিন্তু বদরপুরের ওসি চন্দন গোস্বামীও নাছোড়বান্দা। তিনি বদরপুর পুলিশের এক টিমকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে চুরি ও ছিনতাইয়ের বাইকসহ হাতেনাতে এই কুখ্যাত বাইক ছিনতাইয়ের মাস্টারমাইন্ড সুয়েল আহমেদকে গ্ৰেফতার করে বদরপুর থানায় নিয়ে আসেন। বুধবার বদরপুর পুলিশ ধৃত বাইক ছিনতাইয়ের মাস্টারমাইন্ড সুয়েল আহমেদকে করিমগঞ্জের মুখ্য ন্যায় দণ্ডাদিশের আদালতে হাজির করে এবং আদালতের নির্দেশে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রতিবেদক : সিপ্রীয়ান ডায়াস, হাইলাকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *