বদরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতবাড়ি

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি গৃহ। জানাগেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ঘটনার স্থান বদরপুর থানার অন্তর্গত উমরপুর জিপির নয়াগ্রাম ছত্তর গ্রামে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।  জানা গেছে পরিবারের লোকেরা রেশন ডিলারের কাছে আধার কার্ডের লিঙ্ক করতে ফিংগার দিতে চলে যান। বাড়িতে তখন ছিলেন এই পরিবারের কর্তা মইনুদ্দিন। তিনি ও এই সময় কোন কাজে বাড়ির টিলার নিচে চলে আসেন। কিছুক্ষণ পর টিলার উপর গিয়ে ঘরে ঢুকে দেখেন গ্যাস সিলিন্ডার লিক করে ঘরে আগুন জ্বলছে। তিনি সিলিন্ডার থেকে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। শুরু করেন হাল্লা চিৎকার। ছুটে আসেন আশপাশের লোকজন। এর মধ্যে তিনি মুর্চা যান। খবর পেয়ে  দমকলবাহিনী ছুটে আসে। কিন্তু রাস্তার অসুবিধার কারণে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।লিড ফায়ার ম্যান নূরুল ইসলাম সহ দমকল কর্মীরা দীর্ঘ পথে পায়ে হেটে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। তার আগে গ্রামের লোকজন আগুন নেভানোর কাজে হাত লাগান। সকলের শত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মঈনুদ্দিনের বাঁশ বেত এবং কাঠ দিয়ে তৈরি বসত গৃহটি একেবারে বশীভূত হয়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা পায়নি পাশে থাকা জামাল উদ্দিনের গৃহটি।আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় জামাল উদ্দিনের পাকা গৃহটি।এই গৃহটির ও ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনায় মইনুদ্দিন এবং জামাল উদ্দিনের দুটি বসতগৃহ একেবারে  পুড়ে ছাই হয়ে গেছে। তাদের সোনা রুপা নগদ অর্থ সহ প্রয়োজনীয় নথিপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

বদরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতবাড়ি

এই ঘটনায় দুটি ঘরের কম করেও ৮ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।  অঙ্গনওয়াড়ি কর্মী আকিরুন্নেছা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যায়ের জন্য  নগদ ৫০ হাজার টাকা ব্যাংক থেকে তুলে এনে ঘরে রেখেছিলেন। এই টাকা ও  পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বদরপুর শহর লাগোয়া নয়াগ্রাম চত্তর এলাকায় এখনও গাড়ি ঢুকার রাস্তা নেই। স্বাধীনতার ৭৫ বছর পরও গ্রামটিতে গাড়ি চলার মত রাস্তা তৈরি না হওয়ায়, আজ এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছতে পারলো না। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ও ক্ষোভের ত্রাশ সৃষ্টি হয়। এদিকে এ ঘটনার খবর পেয়ে উমরপুর জিপি সভাপতি  আশুক উদ্দিন ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।অন্য দিকে ঘটনার খবর পেয়ে বদরপুরের সার্কেলের  ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ফিল্ড অফিসার নব কুমার দাস  ঘটনাস্থলে পৌছান।
প্রতিবেদক : মোহাম্মদ মুন্না, বদরপুর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *