বকখালিতে প্রকাশিত বরাকের মিতা দাশ পুরকায়স্থের গ্রন্থ ‘এবং কথালিপি’

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : পশ্চিমবঙ্গের বকখালিতে আয়োজিত জানালা কবিতা উৎসবে বুধবার বরাকের বিশিষ্ট কবি-লেখক ও প্রকাশক মিতা দাশ পুরকায়স্থের দশম কাব্যগ্রন্থ ‘এবং কথালিপি’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। উৎসব মঞ্চে বিশিষ্ট কবি-লেখকরা গ্রন্থটির প্রকাশনা সম্পন্ন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিতা দাশ পুরকায়স্থ বলেন, “একজন কবির কাছে কবিতা লেখা মানে জীবনের আনন্দে বসবাস করা। লেখার মধ্য দিয়েই জন্ম নেয় নতুন চিন্তা ও সৃষ্টির পথ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের কবি সমিতাভ ঘোষাল, কানাইলাল জানা, দুর্গাপুরের ঔপন্যাসিক ও চিত্রশিল্পী মনি শংকর, কবি-প্রাবন্ধিক পার্থজিৎ চন্দ, কবি সৌগত প্রধান, ত্রিপুরার কবি সৌভিক বাগচি, সঞ্জয় রায়, অনুপম রায়, অপাংশু দেবনাথ, টিংকু রঞ্জন দাস, মন্দাকিনী ভট্টাচার্য, সঞ্জয় দত্ত ও চয়ন সাহা প্রমুখ।সম্পূর্ণ অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া। কবিতা, আলোচনা ও আন্তঃসাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আয়োজনটি হয়ে ওঠে এক সত্যিকারের সাহিত্যোৎসবের মতো প্রাণবন্ত।

Spread the News
error: Content is protected !!