ফ্রিডম রাইডার বাইক র‍্যালিকে স্বাগত ও রাইডারদের সংবর্ধনা জেলা প্রশাসনের

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া ফ্রিডম রাইডার বাইক র‍্যালি শিলচরে পৌঁছে মিজোরামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। শনিবার সকালে মিজোরামের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে রাইডারদের সংবর্ধনা জানানো হয়।

ফ্রিডম রাইডার বাইক র‍্যালিকে স্বাগত ও রাইডারদের সংবর্ধনা জেলা প্রশাসনের

শিলচর গান্ধী ভবনে আনুষ্ঠানিক ভাবে অসমিয়া গামছা দিয়ে সংবর্ধনা জানান ডিডিসি রাজীব রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফ্ল্যাগ অফ করে তাদের মিজোরামের উদ্দেশ্যে যাত্রার সূচনা করেন ডিডিসি ও বিধায়ক। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বাইক রাইডার হারাসাল মোদি, এনওয়াইকে কাছাড় জেলার ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর, এসএআই মৃণাল বসুমাতারি, ডিএসও কাছাড় সত্যনাথ দাস ও ডিডিআইপিআর এর সাজ্জাদুল হক চৌধুরী। এরপর কাছাড় জেলা প্রশাসনের পক্ষে নেহেরু যুব কেন্দ্রের শিলচর শাখার স্বেচ্ছাসেবকরা লায়লাপুর পর্যন্ত র‍্যালিটি এগিয়ে নিয়ে যান।

ফ্রিডম রাইডার বাইক র‍্যালিকে স্বাগত ও রাইডারদের সংবর্ধনা জেলা প্রশাসনের

উল্লেখ্য, র‍্যালিতে অংশগ্রহণকারী পুরুষ ও মহিলা ৭৫ জন বাইক রাইডার শুক্রবার শিলচরে রাত কাটান। নেহেরু যুব কেন্দ্র সংগঠন এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনায় বাইকার র‍্যালিটি সারাদেশের ২১ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করতে গত ৯ সেপ্টেম্বর দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে শুরু হয়। দেশের ৩৪ টি রাজ্যের ২৫০ টি জেলা পরিক্রমা করে আগামী ২৪ নভেম্বর বাইক র‍্যালিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে শেষ হবে।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

ফ্রিডম রাইডার বাইক র‍্যালিকে স্বাগত ও রাইডারদের সংবর্ধনা জেলা প্রশাসনের

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *