ফোনে হুমকির পর রাতে দোকানে অগ্নিকাণ্ড শুটকি ব্যবসায়ীর

বড় ধরনের অঘটন থেকে রক্ষা করল ফাটকবাজারকে রাইডার পুলিশ

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : অল্পের জন্য রক্ষা পেল ফাটকবাজার। শিলচর ফাটক বাজার শুটকি পট্টিতে সোমবার রাত তিনটা নাগাদ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ রাইডার টিমের চোখে পড়ায় রক্ষা পেল বড় ধরনের অঘটন থেকে ফাটক বাজার। এ দিন রাতে পুলিশ টহল দেওয়ার সময় তাদের নজরে পড়ে আগুন লাগার দৃশ্য। তৎক্ষণাৎ আগুন যাতে বেশি দূর না ছড়ায় তারা জল ঢেলে নিভিয়ে দেন। ঘটনাটি বিবেকানন্দ রোডের বাসিন্দা মলয় মালাকার দোকানের। দোকান মালিক মলয় মালাকারকে খবর দেওয়া হয়। তিনি এসে দেখেন দোকানের অর্ধেক সমাগ্রী পুড়ে গেছে। মঙ্গলবার দোকান মালিক মলয় মালাকার সাংবাদিকদের জানান, শনিবার দুপুরে তার কাছে একটি ফোন কল অচেনা ৯৩৯৪৮ ২৭৬০৪ নম্বরে আসে। মলয়বাবুর ফোনে ট্রুকলার থাকায় কৃষ্ণমূর্তি নাম স্ক্রিনে ভেসে উঠে। ফোনে তাকে বিভিন্ন ভাষায় হুমকি দেওয়া হয় এমনকি প্রাণে মারার হুমকি দেওয়া হয়। আর সোমবার রাতেই এ ঘটনা ঘটল। তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। মঙ্গলবার সকালে এ ব্যাপারে সদর থানায় এফআইআর দায়ের করেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *