প্লাবন : মিলছে না সাড়ে তিন মাটি, লাশ নিয়ে ঘুরছেন আত্মীয়রা

২৩ জুন : একজন মানুষ মৃত্যুর পর আর কিছু নয়, দাফনের জন্য প্রয়োজন সাড়ে তিন হাত মাটি। সিলেটের বিয়ানীবাজারে বন্যার জলে বেশিরভাগ কবরস্থান তলিয়ে যাওয়ায় সেই জায়গাও এখন মিলছে না। যেখানেই কোদালের কোপ বসানো হচ্ছে সেখানেই গলগল করে উঠে আসছে জল। এ অবস্থায় লাশ দাফন করাও অসম্ভব হয়ে পড়েছে।

বুধবার রাতে বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের খশির আব্দুল্লাহপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা বাহার উদ্দিনের (৪০) মৃত্যু হয় বন্যার জলে ডুবে। তাকে দাফনের জন্য মিল ছিল না সাড়ে তিন হাত মাটি। এলাকার কবরস্থানে কোমর জল। পরে তাকে দুদাশাহ মাজার কবরস্থানে দাফন করতে গেলে বাধে বিপত্তি। যেখানেই কোদালের কোপ দেওয়া হচ্ছে সেখান থেকেই উঠে আসছে জল। একই কবরস্থানে শুকনো জায়গায় কবর খুঁড়তে গেলে বেরিয়ে আসে আরো একটি কবর।
সারাদিন চেষ্টার পর বৃহস্পতিবার বিকেলে তাকে দাফন করা হয় দুদাশাহ মাজার কবরস্থানে। দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন এলকার স্বেচ্ছাসেবী আল জুনায়েদ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *