পূর্ব মানিকবন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অচলাবস্থা নিয়ে সরব স্থানীয়রা

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : লোওয়াইরপোয়া আইসিডিএস কার্যালয়ের অধীনে ঝেরঝেরি জিপির মানিকবন্দ গ্রামের ১৫৫ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ রয়েছে। এতে কচিকাঁচা শিশুদের পাঠদান লাটে উঠেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের হেডম্যান উত্তম চরেই জানান, সীমান্তের প্রত্যন্ত এলাকায় শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিগত দিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্থাপনের জন্য মাটি দান করেন গ্রামের বাসিন্দা বিধুভূষণ মালাকার। তিনি নিজেও তখন তাদের মনে অনেক গ্রামের ছেলে মেয়েরা পড়াশুনা করার সুযোগ পাবে। কিন্তু কেন্দ্ররটি নির্মাণের পর থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী স্নিগ্ধা চরেই কর্তব্য পালন করেননি।

পূর্ব মানিকবন্দ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অচলাবস্থা নিয়ে সরব স্থানীয়রা

তি‌নি আরও বলেন, প্রতিবেশি গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যথারীতি চলছে এবং সেখানে শিশু সহ গর্ভবতী মায়েদের সরকার প্রদত্ত সামগ্রী প্রদান করা হলেও তাদের সেন্টারে এমন বণ্টন ব্যবস্থার খবর পাওয়া যায়নি। এই অচলাবস্থা কাটিয়ে তুলতে বিগত দিনে ওই কেন্দ্রের শিশুদের অভিভাবকরা আলোচনা সাপেক্ষে বিভাগীয় কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পরও তার কোন সুরাহা হয়নি। এদিকে, গ্রামের বাসিন্দা নমিতা মালাকার, রঙ্গবালা দাস, মায়া রাণী দাস সহ স্থানীয় লোকেরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমস্যা নিরসনের জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জেলাশাসক মৃদুলকুমার যাদব ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, পাথারকান্দি।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *