পুজোয় ২৪ ঘন্টা টহল দেবে ‘এন্টি রোমিও স্কোয়াড’

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : ১০ জন পুরুষ ও ১০ জন মহিলা পুলিশ কর্মীর সমন্বয়ে গড়া এই বাহিনী “এন্টি রোমিও স্কোয়াড” জোরদার অনুশীলন৷ পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে গড়া হয়েছে এই স্কোয়াড। চব্বিশ ঘণ্টা টহল দেবে।
 

পুজোয় ২৪ ঘন্টা টহল দেবে 'এন্টি রোমিও স্কোয়াড'

এই বাহিনী গড়ার কথা আগেই জানিয়েছেন পুলিশ সুপার নূমল মাহাতো৷ পুলিশের বিভিন্ন শাখা থেকে বেছে বেছে বিশেষ কুড়িজনকে নিয়ে গড়া হয়েছে বাহিনী৷ বৃহস্পতিবার পুলিশ প্যারেড গ্রাউন্ডে দেখা যায় এদের অনুশীলন ৷ পুলিশ সুপার জানিয়েছেন এবার পুজোয় পরীক্ষামূলকভাবে এই বাহিনীকে কাজে লাগানো হচ্ছে ৷ যদি দেখা যায়  বিশেষ কার্যকর হচ্ছে তবে পরবর্তীতে স্থায়ীভাবে রেখে দেওয়া হবে বাহিনীকে ৷ কথা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, শিলচরে পুজোয় ইভটিজার ও মাতালদের উপদ্রব বেশী হয়ে থাকে ৷ এর জন্য বিশেষভাবে অসুবিধায় পড়তে হয় মহিলা ও শিশু দর্শনার্থীদের৷ পুজোর দিনগুলোতে বাহিনী সক্রিয থাকবে ২৪ ঘন্টা ৷ কোথাও ইভটিজার বা মাতালরা উৎপাত করছে এমন খবর পেলেই দ্রুত সেখানে হাজির হবে বাহিনী।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *