পুকুরপাড়ে বিদ্যুত পরিবাহী তার দিয়ে ফাঁদ, মৃত্যু দম্পতির

২৬ অক্টোবর : পুকুরের মাছ চোর ধরতে গিয়ে বিদ্যুতের ফাঁদ পড়ে মৃত্যু ঘটল দম্পতির। সকালে উদ্ধার হল পুকুরপাড়ে দম্পতির নিথর দেহ। এ ঘটনায় কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জনগণ পুকুর মালিকের বাড়িতে ভাঙচুর চালান। ঘটনাটি ঘটে মেদিনীপুরের সদর ব্লকের মোরখা গ্রামে বুধবার সকালে। মোরখা এলাকায় বাসিন্দা বাপি মান্ডি এবং মুঙ্গলি মান্ডি নামের দম্পতির মৃতদেহ উদ্ধার হয়।
পুকুরের মালিক স্থানীয় পাঁচখুরি ৬/২ পঞ্চায়েতের তৃণমূল সদস্য।

গ্রামবাসীদের অভিযোগ, পুকুর থেকে মাছ চুরি আটকাতে বিদ্যুত্‍বাহী তার পুকুর পাড়ে ছড়িয়ে রেখেছিলেন পুকুরের মালিক। তিনি এই বিষয়ে স্থানীয়দের কিছুই জানাননি। ভোর বেলায় ঐ দম্পতি পুকুরে নামতেই বিদ্যুত্‍পৃষ্ঠ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের আরও অভিযোগ, ঘটনা ঘটার পরে সকলের অজান্তেই পুকুর পাড় থেকে বিদ্যুত্‍ তারও সরিয়ে দেন পুকুরের মালিক। পুলিশকে মৃতদেহ উদ্ধারেও বাধা দেওয়া হয়। অবশেষে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *